Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্প পরিদর্শন

 

         
         
         
         

গুরুত্বপূর্ণ প্রকল্প সমূহ:-

 

''উন্নয়ন প্রকল্প সমূহ''

Enabling Environment for Child Rights (EECR) প্রকল্প

পেক্ষাপট

ইউনিসেফ বাংলাদেশ- এর আর্থিক ও কারিগরি সহায়তায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় Enabling Environment for Child Rights (EECR)প্রকল্প ‌মাতৃ –পিতৃহীন ও সুবিধাবঞ্চিত শিশুদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে এ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করে।

উদ্দেশ্য

মাতৃ –পিতৃহীন ও সুবিধাবঞ্চিত শিশুদের চিহ্নিতকরণ এবং অর্থ সহায়তা প্রদানের মাধ্যমে সামাজিক সুরক্ষা ও পুনর্বাসনে সহায়তা করা। ‌মাতৃ –পিতৃহীন ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিষ্ঠানের বাইরে বিকল্প পন্থা হিসেবে পারিবারিক অথবা সামাজিক পরিবেশে বেড়ে ওঠার প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি এবং শিশুর পরিবার অথবা যত্ন প্রদানকারীর সক্ষমতা বৃদ্ধি এবং শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের মাধ্যমে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্তকরন।

কর্ম এলাকা

United Nations Devlopment Assistance Framework (UNDAF) চিহ্নিত  ২০ জেলার মধ্যে ইউনিসেফ বাংলাদেশ কর্তৃক নির্বাচিত রংপুর সিটি কর্পোরেশন এবং রংপুর জেলার পীরগঞ্জ, কাউনিয়া ও গংগাচড়া উপজেলা।

আর্থিক সহায়তার বিবরণ

নিয়মিত স্কুলে যাওয়া , বাল্য বিবাহ ও শিশু শ্রম থেকে বিরত থাকার শর্তে নির্বাচিত শিশু কে মোট ১৮ (আঠার) মাসের আর্থিক সহায়তা প্রদান করা হয়। মাসিক অর্থ সহায়তার পরিমান ২০০০.০০ (দুই হাজার) টাকা।

প্রমোশন অফ জেন্ডার ইক্যুয়ালিটি এন্ড উইমেন এম্পাওয়ারমেন্ট প্রকল্প

প্রকল্পের লক্ষ্য

নারী ও মেয়ে শিশুরা যাতে প্রজনন স্বাস্থ্য ও অধিকার সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, সে জন্য নারীর ক্ষমতায়ন, নারী ও মেয়ে শিশুর প্রতি বৈষম্যমূলক আচরণ দূর করা ও নারী-পুরুষ সমতার দৃষ্টিভঙ্গি গড়ে তোলার মাধ্যমে সামাজিক পরিবর্তনের সূচনা করা।

উদ্দেশ্য

১. নারীর প্রতি বৈষম্য রোধে নীতিসমূহ ও আইনী কাঠামো তৈরী করা ।

২. নারী ও মেয়ে শিশুর প্রতি বৈষম্যমূলক আইন-কানুন ও নীতি পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা ।

৩. নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সহায়ক পরিবেশ তৈরী ও নির্যাতিত নারী ও মেয়েদের সারভাইভার্স সাপোর্ট সেন্টারের মাধ্যমে নিরাপত্তা প্রদান করা ।

৪. নারীর প্রতি সহিংসতা রোধে বিভিন্ন গেটকিপার/স্টেকহোল্ডার-দের সাথে নেটওয়ার্ক তৈরী করা।

৫.সারভাইভার্স-দের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা; যেমন-আশ্রয়, চিকিৎসা, মানসিক, আইনগত ও ভোকেশনাল প্রশিক্ষণের ব্যবস্থা করা ।২০১০ সালে JP VAW (Joint Programme to address violence against women)  কম্পোনেন্ট মূল প্রকল্পের সাথে সংযুক্ত হয়। এই কম্পোনেন্টের কার্যক্রম ২০১২ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। প্রকল্পের কার্যক্রম রংপুর জেলা সহ ৯টি জেলায় বাস্তবায়িত হচেছ।

প্রত্যাশিত ফলাফল

১. নারীর প্রতি সহিংসতা রোধে বিভিন্ন আইনগত কাঠামো ও নীতি সমূহের সংস্করন ও বাস্তবায়ন হবে ।

২. সারভাইভার্সদের নিরাপত্তা প্রদান করা সম্ভব হবে।

৩. সামাজিক আচার আচরন ও ব্যাবহারের পরিবর্তন মাধ্যমে নারীর প্রতি বৈষম্য রোধ হবে।

৪. সহায়ক পরিবেশ তৈরী হবে এবং ক্ষতিগ্রস্ত নারীদের সক্ষমতা বৃদ্ধি পাবে । 

 

জেলা পর্যায়ে মহিলা প্রশিক্ষণ কেন্দ্র (WTC)সমূহের প্রশিক্ষণ কার্যক্রম উন্নয়ন প্রকল্প

প্রকল্পের উদ্দেশ্য  

৬৪ টি জেলার বিদ্যমান মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলা প্রশিক্ষণ কার্যক্রম উন্নয়ন ও বৃত্তিমূলক আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দরিদ্র মহিলাদের (১৬-৪৫ বছর) দক্ষতাবৃদ্ধিকরণ। ৬৪টি মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে স্থানীয় চাহিদার ভিত্তিতে নির্বাচিত ৫টি ট্রেডে বৎসরে ৪টি ব্যাচে (৪x৫০)=২০০জন প্রশিক্ষনার্থীকে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ প্রকল্প সরাসরি সরকারের দারিদ্র বিমোচন নীতির সাথে সম্পৃক্ত। এ ছাড়া এ প্রকল্পের মাধ্যমে দেশের দরিদ্র, অনগ্রসর, শিক্ষিত এবং স্বল্প শিক্ষিত নারীর স্ব-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নারীর অর্থনৈতিক উন্নয়ন গতিশীল ও তরান্বিত হয়।এ ছাড়া প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি প্রশিক্ষনার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জীবন ধারণ ও জীবন দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। এ সকল প্রশিক্ষণ নারীর দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের জীবনের মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হয়।